শীর্ষবিন্দু নিউজ: সিলেট অঞ্চলের প্রবাসীদের জন্য শনিবার মেলার আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। সিলেট ওসমানী মিলনায়তনে সকাল ১০ টায় দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী।
সকাল দশটা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ মেলা। প্রবাসীদের জন্য মেলায় আরও আয়োজন করা হয়েছে এসএমই কনফারেন্স ও ইউক্যাশ ডিস্ট্রিবিউটরস মিট। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত মেলায় প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় করেন এবং ইউসিবির প্রবাসী, এসএমই ও মোবাইলে আর্থিক পরিসেবাসহ বিভিন্ন সেবা সম্পর্কে খোঁজখবর নেন।
প্রসঙ্গত,বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ১৯৮৩ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে অভ্যন্তরীণ ও প্রবাসী গ্রাহকের জন্য সকল প্রকার আধুনিক সেবার নিশ্চয়তা দিয়ে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিলেট অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ।