বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৭

৪ বছরের শিশুর গুলিতে ৬ বছর বয়সী শিশু নিহত

৪ বছরের শিশুর গুলিতে ৬ বছর বয়সী শিশু নিহত

/ ১৭২
প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে ৪ বছর বয়সী এক শিশুর গুলিতে নিহত হয়েছে ৬ বছর বয়সী অপর এক শিশু। গত সোমবার সন্ধ্যার দিকে নিউ জার্সির টমস রিভার এলাকায় ৬ বছর বয়সী ব্র্যান্ডন হল্ট বাড়ির উঠানে খেলা করছিল প্রতিবেশীর ৪ বছর বয়সী অপর এক শিশুর সঙ্গে। কিছুক্ষণ খেলার পর বাড়ির ভেতরে যায় ৪ বছরের ওই শিশু।  টমস রিভার এলাকার পুলিশ প্রধান মাইকেল ম্যাসট্রোনার্ডি জানান, বাড়ির ভেতরে ঢুকে ৪ বছর বয়সী শিশুটি একটি পয়েন্ট ২২ ক্যালিবার রাইফেল নিয়ে বাইরে বেরিয়ে আসে। রাইফেলটির ট্রিগারে শিশুটির হাতের চাপে একটি গুলি বেরিয়ে যায়। ৬ বছর বয়সী শিশুটি মাথায় গুলিবিদ্ধ হয়। গতকাল নেপচুন এলাকার জার্সি শোর ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার থেকে ব্র্যান্ডনকে মৃত ঘোষণা করা হয়। ৪ বছর বয়সী শিশুটির নাম বা ছবি প্রকাশ করা হয়নি। সে অক্ষত রয়েছে। দুর্ঘটনাটি ঘটার সময় ছোট শিশুটির পিতামাতা বাড়িতেই ছিলেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, যদি কারও বিরুদ্ধে অভিযোগ গঠন করতে হয়, সেটা কে হবেন তা নির্ণয় করতেই এ তদন্ত পরিচালিত হচ্ছে। এদিকে এ দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগেই টেনিসি অঙ্গরাজ্যে ৪ বছর বয়সী এক শিশু গুলিভর্তি একটি পিস্তলের ট্রিগারে চাপ দিলে দুর্ঘটনাক্রমে স্থানীয় এক শেরিফের ডেপুটির স্ত্রী নিহত হন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2023