সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:৫৭

ডেসটিনির মালামাল আটকে গ্রাহকদের বিক্ষোভ সিলেটে

ডেসটিনির মালামাল আটকে গ্রাহকদের বিক্ষোভ সিলেটে

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে মাল্টিলেভেল কোম্পানি ডেসটিনি-২০০০ কার্যালয়ের মালামাল আটক করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর চৌহাট্টা মানরু শপিং সেন্টার থেকে একটি ট্রাকে করে অফিসের ৪০টি এসি সরিয়ে নেওয়ার চেষ্টাকালে এ ঘটনা ঘটে।

তবে এসিগুলো নিতে আসা লোকজন ডেসটিনি কর্তৃপক্ষের কাছ থেকে কিনে নেওয়ার দাবি জানালেও এ ব্যাপারে তারা কোনো কাগজ পত্র দেখাতে পারেননি। অন্যদিকে বিক্ষুব্ধ গ্রাহকরা ডেসটিনি কর্তৃপক্ষের নির্দেশেই মালামাল নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করেছেন। ডেসটিনির গ্রাহক রাসেল জানান, তিনি ও তার ৪ জন বন্ধু মানরুর সামনে বসে গল্প করছিলেন। এ সময় রাত ১১টার দিকে একটি ট্রাক মানরু শপিং সেন্টারের সামনে পার্কিং করে ট্রাকে এয়ারকন্ডিশন উঠাতে থাকে। রাতের বেলায় অনেকগুলো এসি ট্রাকে ওঠাতে দেখে এবং এসির গায়ে ডেসটিনির লোগো দেখতে পেয়ে তাদের সন্দেহ জাগে।

এ সময় তারা ট্রাকের সঙ্গে আসা লোকদের কাছে এ ব্যাপারে জানতে চেয়ে কোনো সদুত্তর না পেয়ে ট্রাকটি আটকে রেখে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে খবর দেন। সংবাদ পেয়ে সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব ঘটনাস্থলে আসেন। এ সময় তিনিও এসিগুলোর ক্রেতাদের সঙ্গে কথা বলে ক্রয়ের কাগজপত্র দেখতে চান। কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে এসিসহ ট্রাকটি তার নিজ জিম্মায় নিয়ে রেখেছেন কাউন্সিলার।

এদিকে রাতের বেলায় ডেসটিনি কার্যালয় থেকে মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রাহকরা সেখানে আসতে থাকেন। তারা মানরু শপিং সেন্টারের সামনে কিছু সময় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে সিটি কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিবের আশ্বাসে তারা স্থান ত্যাগ করেন। এ ব্যাপারে ডেসটিনির স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025