শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীদের ধর্মঘট আহবানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকাল থেকে এ বন্দর দিয়ে কোন পণ্য আমদানি বা রফতানি হয়নি। আগরতলা বন্দরে ট্রাক পার্কিং করলে ৫ হাজার ভারতীয় রুপি জরিমানা করার প্রতিবাদে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করে আগরতলা আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশন।
আগরতলা আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সাধারন সম্পাদক মনিষ বিশ্বাস হাবুলের বরাত দিয়ে মনির হোসেন বাবুল জানান, ট্রাক পার্কিং এর জটিলতা অবসান না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। তবে বাংলাদেশের আখাউড়ায় আটকা পড়া অর্ধশতাধিক ট্রাকের মালামাল তারা সোমবার গ্রহন করবে। নতুন কোন মালামাল গ্রহন করবে না।