দুনিয়া জুড়ে ডেস্ক: বিখ্যাত টাইম ম্যাগাজিনের সাবেক সম্পাদক জেমস হার্ডিং মঙ্গলবার বিবিসি’র সংবাদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি’র এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। ৩৮ বছর বয়সে টাইম ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন হার্ডিং। টাইমের ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী সম্পাদক।
প্রকাশিত ওই প্রতিবেদনটির বিষয়ে বিবিসি’র এক মুখপাত্র বলেছেন, কোম্পানির পক্ষ থেকে প্রতিবেদনটি নিশ্চত করা হবে না এবং এ বিষয়ে কোনো মন্তব্যও করা হবে না।
উল্লেখ্য, ফিনান্সিয়াল টাইমসের ওয়াশিংটন ব্যুরোর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ডিসেম্বরে হার্ডিংকে টাইমের সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পদত্যাগ করতে বাধ্য করার জন্য টাইমের প্রকাশনা কর্তৃপক্ষ নিউজ ইন্টারন্যাশনালকে দায়ী করেছিলেন হার্ডিং।
Leave a Reply