শীর্ষবিন্দু নিউজ: টানা আটদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিব ভূঁইয়া বাংলানিউজকে জানান, ভারতীয় ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় সকাল থেকে বন্দর দিয়ে পণ্য রপ্তানি শুরু হয়েছে।
ভারতের আগরতলা স্থলবন্দরে স্থান সংকুলানের অভাবে প্রায় সময়ই পণ্যবাহী ট্রাক নির্ধারিত স্থানের বাইরে রাখতে হয়। এতে ত্রিপুরার ট্রাফিক পুলিশ পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ জারি করে।। এতে ভারতের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়।
আগরতলা বন্দরে চলমান জটিলতা নিরসন করতে ত্রিপুরা পশ্চিম জেলা ম্যাজিস্ট্রেট এম.ডি অভি সিং আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৃহস্পতিবার (১২ জুন) এক বৈঠক করেন। বৈঠকে বিষয়টি সুরাহা হলে ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেন। শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার শবে বরাতের ছুট থাকায় রোববার থেকে আবারও বন্দর দিয়ে আমদানি -রপ্তানি কার্যক্রম শুরু হয়।