যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ৩৪ দশমিক ৬৪ ক্যারেটের গোলাপি রঙের ডায়মন্ড নিলামে প্রায় ৪ কোটি ডলারে বিক্রি হয়েছে। প্রিন্সি ডায়মন্ড নামে পরিচিত এ রত্নটি বিশ্বের সবচেয়ে বড় আকৃতির ডায়মন্ডগুলোর অন্যতম। মনোলভা গোলাপি রঙের নজরকাড়া সৌন্দর্যও এর অন্যতম বৈশিষ্ট্য। এটি নিলাম সংস্থা ক্রিস্টির জন্য নতুন একটি রেকর্ড।
টেলিফোনে এক ব্যক্তি ৩ কোটি ৯৩ লাখ ২৩ হাজার ৭৫০ ডলার হেঁকে ডায়মন্ডটির মালিক হন। অর্থাৎ প্রতি ক্যারেটের জন্য তিনি ১০ লাখ ডলারেরও বেশি মূল্য দিয়েছেন। ডায়মন্ডটির ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে নিলাম সংস্থাটি জানায়, ভারতের দক্ষিণাঞ্চলের প্রাচীন হীরার খনি থেকে এটি পাওয়া গিয়েছিল। ১৯৬০ সাল থেকে এটি লন্ডনের ভ্যান ক্লিফ অ্যান্ড অ্যারপেলস প্রতিষ্ঠানের একটি শাখায় সংরক্ষিত ছিল। অবশ্য এক সময় এ গোলাপি ডায়মন্ডটির মালিক ছিলেন হায়দারাবাদের রাজপরিবার।
সূত্র: এনডিটিভি।
Leave a Reply