মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:১৮

পুলিশের নজরদারিতে বৃটেনের লোকজনের ফোন-ইমেইল

পুলিশের নজরদারিতে বৃটেনের লোকজনের ফোন-ইমেইল

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে: বেসরকারী সংস্থা, ‘বিগ ব্রাদার ওয়াচ’ তাদের পরিচালিত এক সমীক্ষায় বলেছে, প্রতি বছর নাগরিকদের প্রায় আড়াই লাখ ফোন-কল ও ইমেইল গোপনে শুনছে বা পড়ছে ব্রিটেইনের পুলিশ। প্রেসটিভির উদ্ধৃতি দিয়ে সংবাদ জানিয়েছে গ্লৌবালসিকিউরিটি ডট কম। এ তথ্য উন্মোচিত হয়েছে নাগরিক অধিকার সংরক্ষা অভিযানে পরিচালিত এক সমীক্ষায়।

প্রসঙ্গত, গত বছর উল্লিখিত আইনটির খসড়া প্রকাশিত হলে ক্ষমতাসীন জোটের উভয় পার্টির কয়েকজন এমপি এর বিরোধিতা করেন। এ বছরের গ্রীষ্মেই এটি আইন আকারে পাস হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ সরকার নাগরিকদের ব্যক্তিগত ফোন-কল, এসএমএস, ইণ্টারনেট চ্যাট, ইমেইল ইত্যাদিতে আরও বেশি নজরদারি করতে কমিউনিকেশন ডেইটা বিল নামে একটি আইন প্রচলনের উদ্যোগ নিয়েছে। এটি চালু হলে সরকার যেকোন ব্যক্তির ল্যাণ্ডলাইন ও মোবাইল ফোন, এবং ইণ্টারনেটের মাধ্যমে কৃত যেকোনো যোগাযোগের তথ্য সংগ্রহ করতে পারবে। কমিউনিকেশন ডেইটা বিল ‘ব্রিটিশ নাগরিকদেরকে পীড়নের কাজেই ব্যবহৃত হতে পারে’ বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রীর প্রযুক্তি উপদেষ্টা বেন হ্যমার্স্লে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024