শীর্ষবিন্দু নিউজ: বিক্রি হবে লন্ডনের সুপরিচিত ও সুউচ্চ ভবন ঘেরকিন। ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী ভবনটি যে কেউ কিনতে পারবেন। দাম হাকা হয়েছে ৬০০ থেকে ৬৫০ মিলিয়ন পাউন্ড। লর্ড ফোস্টারের ডিজাইনকৃত বিলাসবহুল এই অফিস বিল্ডিংটি ২০০৪ সালে উদ্বোধন করা হয়। এর আকার ৫ লাখ ৫ হাজার বর্গফুট।