নিউজ ডেস্ক: উড়োজাহাজে সন্দেহজনক ডিভাইস (যন্ত্র) রয়েছে এমন হুমকির পর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যুদ্ধ বিমানের প্রহরায় ইংল্যান্ডের ম্যানচেস্টারে অবতরণ করেছে। এ ঘটনায় ব্রিটিশ পুলিশ সন্দেহভাজন এক যাত্রীকে আটক করেছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, বৈমানিক উড়োজাহাজের ভেতরে সন্দেহজনক ডিভাইসের হুমকি পান। বিষয়টি বৈমানিক যথাযথ কর্তৃপক্ষকে জানালে ব্রিটেনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়। এ জন্য বিমানবন্দরটি ২৫ মিনিট বন্ধ ছিল। ফ্লাইটটি (কিউআর ২৩) ২৬৯ জন যাত্রী ও ১৩ জন ক্রুসহ কাতারের রাজধানী দোহা থেকে ম্যানচেস্টার যাচ্ছিল।