স্বদেশ জুড়ে ডেস্ক: গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিরোধীদলের নেতা বেগম খালেদা জিয়াকে সংলাপের আহবান জানানোর পর এর জন্য সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাব চায় বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এ কথা বলেন।
বিএনপি নেতা দুদু এ ব্যাপারে বলেন, একই ধরনের কথা সরকারের অনেকেই বলেছেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, কোন কোন বিষয়ে আলোচনা করতে চান তা নির্দিষ্ট করুন। আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালে বিএনপি সংলাপে রাজি। লিখিতভাবে আহবান জানালে আমাদের কোন আপত্তি নেই।
Leave a Reply