শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৬

আসন্ন নির্বাচনে ক্ষমতাসীনদের জনসমর্থন কমেছে মালয়েশিয়ায়

আসন্ন নির্বাচনে ক্ষমতাসীনদের জনসমর্থন কমেছে মালয়েশিয়ায়

দুনিয়া জুড়ে ডেস্ক: দক্ষিণপূর্ব এশিয়ার তৃতীয় অর্থনৈতিক রাষ্ট্র মালেয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক মতামত জরিপে নির্বাচন বিশ্লেষকরা বলেন, এপ্রিলের ২৮ থেকে মে মাসের ২ তারিখ পর্যন্ত ১৬শ’ ভোটারের মতামতের  ভিত্তিতে মার্দেকা সংস্থার চালানো জরিপে দেখা যাচ্ছে, ৪২ শতাংশ ভোটার মনে করছে  সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটকে সরকার গঠনের  একটি সুযোগ দেয়া উচিৎ। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন জোটের জনপ্রিয়তা কমেছে। এর ফলে এবারের নির্বাচন দেশটির  ক্ষমতাসীন দলের ৫৬ বছরের শাসনামলের সবচেয়ে বড় পরীক্ষা বলে বিশ্লেষকরা মনে  করছেন।

একই জরিপে দেখা যাচ্ছে, ৫০  শতাংশ ভোটার ক্ষমতাসীন বিএন জোটের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। বিপরীত দিকে  ৩৪ শতাংশ ভোটার বিরোধীদলীয় জোটের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। জরিপে অংশ নেয়া ১৭ শতাংশ ভোটার নিশ্চিত  নন বা এ প্রসঙ্গে উত্তর দিতে অনীহা প্রকাশ করেছেন। তবে  জরিপে বিএন’র শক্ত ঘাঁটি বলে পরিচিত মালয়েশিয়ার বর্নেও দ্বীপ প্রদেশের সাবাহ এবং  সারাওয়াক অঞ্চলকে রাখা হয়নি।

২০০৮ সালে ক্ষমতাসীন দল  প্রথমবারের মতো পার্লামেন্টের দুইতৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারায়। নাজিব রাজাকের ওপর  দুইতৃতীয়াংশ আসন পুনরুদ্ধারের বিশাল চাপ রয়েছে। আর তাই রাজাককে সাবেক উপপ্রধানমন্ত্রী  আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন আত্মবিশ্বাসী বিরোধীপক্ষকে মোকাবিলা করেই নির্বাচনী  তরণী পার হতে হবে।

তবে  সব ধরনের নির্বাচনী মতামত জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের  নেতৃত্বাধীন ন্যাশনাল ফ্রন্ট স্বল্প ব্যবধানে জয়ী হবে। বিপরীত দিকে ৪১ শতাংশ ভোটার মনে করে শুধুমাত্র নাজিব  রাজাকের নেতৃত্বাধীন ক্ষমতাসীন বার্সিয়ান ন্যাশনাল (বিএন) জোটকেই দেশকে নেতৃত্ব  দেয়ার জন্য সরকার গঠনে সুযোগ দেয়া দরকার। মার্দেকার জরিপে দেখা যাচ্ছে মার্চে যেখানে নাজিব  রাজাকের ৬৪ শতাংশ জনসমর্থন ছিল সেখানে এটি বর্তমানে ৬১ শতাংশে নেমে এসেছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024