শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম বাদ দেওয়ার দাবিতে কাউন্সিলররা মিছিল করেছেন। সোমবার বিকাল ৩টায় তারা নগরভবন প্রাঙ্গণ থেকে মৌন মিছিল বের করেন। মিছিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- সিটি করপোরেশেনর কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল। তিনি বলেন, গত এক বছরে মেয়র আরিফ যে উন্নয়ন করেছেন তা বিগত ৪৩ বছরেও হয়নি। সিলেটের উন্নয়নের ধারা বন্ধ করতে মেয়র আরিফকে সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়া হত্যা মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে চার্জশিট থেকে তার নাম প্রত্যাহার না হলে সিলেটবাসী তীব্র গণআন্দোলন গড়ে তুলবে। মিছিলে উপস্থিত ছিলেন- কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ, রেজওয়ান আহমদ, আব্দুর রকিব তুহিন, সুহেল আহমদ রিপন, সাইফুল আমিন বারেক, রাজিক মিয়া, সৈয়দ তৌফিকুল হাদী, দেলওয়ার হোসেন সজিব ও সিকন্দর আলী
এদিকে, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফুল হক চৌধুরী সোমবার হবিগঞ্জ আদালতে আত্মসমর্পনের কথা ছিল। সেজন্য সিলেটের কয়েকজন সিনিয়র আইনজীবীসহ অন্তত দুই শতাধিক আইনজীবি মেয়র আরিফের পক্ষে অদালতে জামিন চাইবেন এমন প্রস্তুতিও প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু সোমবার সকালে হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে তার অত্মসমর্পন সংক্রান্ত কোন আবেদন জমা দেওয়া হয়নি। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আর কোর্ট সময়ের মধ্যে আবেদন জমা না দেওয়ায় আজ তার আত্মসমর্পন করার সম্ভাবনা নেই।
সূত্রমতে, জামিন না পাওয়ার আশঙ্কায় সকল প্রস্তুতি চূড়ান্ত থাকার পরও তিনি আজ আত্মসমর্পন করেননি। তবে, পরিস্থিতি অনুকূলে থাকলে দুই এক দিনের মধ্যে তিনি আত্মসমর্পন করতে পারেন এমন আভাসও পাওয়া গেছে। জানা যায়, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় রোববার হবিগঞ্জ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করায় তিনি আত্মসমর্পন করবেন বলে তার ঘনিষ্ট সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছিলো