সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ৮টি সুড়ংপথ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে দুটি হচ্ছে পথচারীদের জন্যে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এসব সুড়ং পথ নির্মাণের উদ্দেশ্য হচ্ছে যানবাহন ও হজ্জ পালকারীদের চলাচল অধিকতর সুগম ও নির্বিঘ্নে করা।
সূত্র মতে, মক্কা ও পবিত্র স্থানসমূহের সম্প্রসারণে বাদশাহ আব্দুল্লাহ’র প্রকল্পের আওতায় এসব সুড়ং পথ নির্মাণ করা হচ্ছে। সূত্র জানায়, শিগগিরই এসব পথ ব্যবহারোপযোগী হয়ে উঠবে। এসবের মধ্যে তিনটি ব্যবহৃত হবে জরুরি নির্গমনের পথ হিসেবে দু’টি পয়ঃনিষ্কাশন কাজে এবং একটি সেবাধর্মী কাজে ব্যবহৃত হবে। পথচারীদের জন্য নির্মিতব্যগুলো প্রশস্ততা হচ্ছে ১৬ মিটার এবং উচ্চতা ৮ দশমিক ৩ মিটার। এ দু’টি সুড়ং পাশাপাশি সমান্তরাল দৈর্ঘ্য ৭৪০ মিটার। এতদুভয়ের শুরু হয়েছে মাসা অর্থাৎ সাফা-মারওয়ার সায়ী করার জন্য এবং শেষ পর্যন্ত হাজুন পর্যন্ত গিয়ে ঠেকেছে।
নির্মাণ সংশ্লিষ্ট পানি ও বিদ্যুৎ মন্ত্রী আব্দুল্লাহ আল হুসাইন বলেন, বাদশাহ আব্দুল্লাহ জমজমের পানি সরবরাহ কেন্দ্র থেকে দিন-রাত সরবরাহের কাজ চলছে। এর দৈনিক সরবরাহ ক্ষমতা ১০ লিটারের ২ লাখ বোতলজাত বিশুদ্ধ পানি। এ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৭শ’মিলিয়ন সৌদী রিয়াল। চারটি সরবরাহ লাইন সমৃদ্ধ জমজমের বিজার্ভারের ধারণক্ষমতা হচ্ছে ৩৬ হাজার ঘন মিটার। মন্ত্রী বলেন, ৪০ হাজার ঘনমিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অপর আরেকটি জলাধার নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১৮ লাখ ঘন মিটার পৌঁছেছে। এর মধ্যে উভয় পবিত্র মসজিদ কম্পাউন্ডে পাম্প করা হয় ১ দশমিক ও মিলিয়ন ঘন মিটার।
Leave a Reply