শীর্ষবিন্দু নিউজ: ক্রেডিট কার্ড জালিয়াতির চেষ্টার অভিযোগে এক ব্রিটিশ নাগরিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। এই দুজন হলেন- শিংহলী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহনা থারাস পন্নু থারাই ও বাংলাদেশের মো. মোশারফ। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে রাজধানীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার মোশারফের বাড়ি কুমিল্লার হোমনা থানায়। তাকে মিরপুরের একটি বাসা থেকে এবং মোহনাকে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। মোশারফ আমাদের কাছে স্বীকার করেছে যে তারা ক্রেডিট কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত।
মনিরুল জানান, পড়াশোনার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং সেখান থেকে লন্ডনে যান মোশারফ। টাকা ফুরিয়ে গেলে অবৈধপথে ডেনমার্ক, ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশে ঘুরে বেড়ান তিনি। এক পর্যায়ে সুইডিশ পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ডেনমার্কের এক আশ্রয় কেন্দ্রে থাকার সময় বুলগেরিয়ার এক লোকের কাছ থেকে ক্রেডিট কার্ড জালিয়াতির কৌশল শেখেন বলে মোশারফ পুলিশকে জানিয়েছেন।
Leave a Reply