স্বদেশ জুড়ে ডেস্ক: চলতি ২০১২-১৩ অর্থবছরের ১১ মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট ১ হাজার ৩০০ কোটি ৩৯ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। এর মধ্যে সবশেষ মে মাসে তারা পাঠিয়েছেন ১০৭ কোটি ৯৩ লাখ ডলার। যা বিগত মাসের থেকে প্রায় ১২ কোটি ডলার কম। এটা বিগত অর্থবছরের একই সময় থেকে প্রায় ৮ কোটি ডলার কম। প্রবাসী আয়ের সন্তোষজনক ধারায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন মাত্রা ছুঁয়েছে। যা গত মাসে এযাবৎকালের সর্বোচ্চ দেড় হাজার কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র সোমবার এ তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছে।
সূত্র মতে, ২০১২ সালের জুলাই মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে এক হাজার ৩শ কোটি ৩৯ লাখ ৫১ হাজার ডলার। এপ্রিল মাসে রেমিটেন্স আছে প্রায় ১১৯ কোটি ৪৪ লাখ ডলার, মার্চে ১২২ কোটি ৯৩ লাখ ডলার ও ফেব্রুয়ারিতে ১১৬ কোটি ৩১ লাখ ডলার। আর জানুয়ারিতে স্বাধীনতার পর এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে বাংলাদেশে। যার পরিমাণ ছিল ১৩২ কোটি ৬৯ লাখ ডলার। তবে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে চলতি অর্থবছরের অক্টোবর মাসে ১৪৫ কোটি ৩৬ লাখ ডলার।