শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:২৩

ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে বিএসইসি ব্যবস্থা নিচ্ছে

ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে বিএসইসি ব্যবস্থা নিচ্ছে

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ : অবশেষে ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যদিও এর আগে এ বিষয়ে বিএসইসি কোনো ব্যবস্থা নেবে না বলে জানিয়েছিল। এ কারণে দীর্ঘদিন যাবত বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা চুপচাপ ছিল। এখন আবার নড়েচড়ে উঠেছে। গত বছর ৫ নভেম্বর ইউনাইটেড এয়ার তাদের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করে।

আর্থিক প্রতিবেদনে প্রথম প্রান্তিকে কোম্পানিটি মুনাফা দেখিয়েছে ৩৫ কোটি ৭২ লাখ টাকা। আর্থিক প্রতিবেদনে ১৩২ কোটি ৩৮ লাখ টাকা ডেফার্ট ট্যাক্স গনণা না করার কারণে কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ তোলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই’র মতে, যেখানে শেয়ারপ্রতি লোকসান ২ টাকা ১৯ পয়সা হওয়ার কথা, সেখানে কোম্পানির পক্ষ থেকে আয় দেখানো হয়েছে ৮১ পয়সা। এভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) বেশি দেখিয়ে বিনিয়োগকারীদের প্রভাবিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ তোলে ডিএসই একটি তদন্ত কমিটি গঠন করে। ডিএসই’র গঠিত তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রেরণ করে ডিএসই।

নিয়ন্ত্রক সংস্থা ডিএসই’র তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে ডিসেম্বর মাসেই দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশনা দেয়া হয়। কমিটি বিলম্বে হলেও এ বিষয়ে তাদের রিপোর্ট কমিশনের কাছে জমা দেয়। কমিশন বিষয়টি নিয়ে দীর্ঘদিন চুপচাপ থাকে। নিয়ন্ত্রক সংস্থার অনেক কর্মকর্তাই আড়ালে আবডালে বলেছেন যে, বিষয়টি কোম্পানির একান্ত অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা দেয়ার কিছু নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিষয়টি বর্তমানে বিএসইসি’র এনফোর্সমেন্ট বিভাগ পরীক্ষা-নিরীক্ষা করছে। এ বিষয়ে কমিশন শিগগিরই শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রথম প্রান্তিকের আয়ের উপর ভিত্তি করে কোম্পানিটি ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আয়ও প্রকাশ করেছে। এখন যদি নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটির আয় হ্রাসের কোনো নির্দেশনা প্রদান করে তাহলে কোম্পানির আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরণের জটিলতার সৃষ্টি হবে। অন্যদিকে বিনিয়োগকারীরাও আবার আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024