রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫১

কথা বলুন পৃথিবীর যে কোন নাম্বারে একদম ফ্রি

কথা বলুন পৃথিবীর যে কোন নাম্বারে একদম ফ্রি

প্রযুক্তি আকাশ ডেস্ক: নতুন একটি সফ্টওয়্যার। যার মাধ্যমে পৃথিবীর যে কোন নাম্বারে কথা বলতে পারবেন একদম ফ্রিতে। আর কথা বাড়াবনা এখন কাজের কথায় আসি। এই সফ্টওয়্যার দিয়ে আপনি যে কোন নাম্বারে কথা বলতে পারবেন তার একাউন্ট ছাড়াই। আশা করি বুঝতে পেরেছেন।

ডাওনলোড লিংকঃ http://adf.ly/1JO0H2

সফ্টওয়্যারটি কিভাবে সেটিং করবেন দেখে নিন। প্রথমে Country সিলেক্ট করুন।তারপর নাম্বারটি বসান।এরপর উপরের ডান দিকের Continue চাপুন। তারপর আপনার ফোনে একটি মেসেজ আসবে।মেসেজের কোডটি দ্বারা একাউন্ট ভেরিফাই করুন।

তারপর আপনার সঠিক নামটি লিখুন।(বিঃদ্রঃ নামটি লিখতে কোন Space ব্যবহার করা যাবে না।) এখন আপনার একাউন্ট হয়েছে। এখন দেখুন আপনার ফোনে এই পেজটি আসবে। পেজটি দেখার পর আপনাকে যা করতে হবে। ফোনটিতে ডানদিক থেকে বামদিকে পাঁচটি পেজ অতিক্রম করুন।

এখন দেখুন আপনার ফোনে এই স্ক্রিনসট এর মত পেজ আসবে। এটা দেখে আপনি (Start Using Dingtone) এ চাপুন। তারপর উপরের বামদিক থেকে Country code সিলেক্ট করে নাম্বার তুলে কল করে সবাইকে চমকেদিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024