দক্ষিণ পূর্ব চীনে বাণিজ্যিক শহর জিয়েমেনে একটি বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৭ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দেশটির সরকারি গণমাধ্যম জানায়, দক্ষিণ পূর্ব চীনের এই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা না বলে একটি গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করা হবে।
তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানান, বাসটিতে পেট্রোলের ট্রেস পেয়েছে যদিও বাসটি ডিজেল চালিত ছিল। বাসের চাকার টায়ারগুলোর কোন ক্ষতি হয়নি। তিনি আরও জানান, জন নিরাপত্তামন্ত্রী জুও শেনগুনের নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল পাঠানো হয়েছে তদন্ত কাজ তদারকি করতে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, এই ঘটনাকে গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে এবং পরবর্তীতে আরও তদন্ত চলবে। কর্তৃপক্ষ দ্রুতগতি সম্পন্ন বাসগুলোকে শহরের প্রাণকেন্দ্রের উচু রাস্তায় চলাচল করতে নিষেধ করেছে।
Leave a Reply