শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪২

স্পিকারভবন ছেড়ে বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি

স্পিকারভবন ছেড়ে বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে: শপথ নেয়ার প্রায় দেড় মাস পর স্পিকারের বাসভবন ছেড়ে বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গত ২০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মারা যাওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আবদুল হামিদ। তবে এতোদিন তিনি সংসদ এলাকায় স্পিকারের বাসভবনেই বসবাস করছিলেন। গত ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান অসুস্থ হয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে কাজ শুরু করেন স্পিকারের দায়িত্বে থাকা হামিদ।

১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ। তিনি বৃহত্তর ময়মনসিংহের পঞ্চম ব্যক্তি, যিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর দেশের দ্বাদশ স্পিকার হন শিরীন শারমিন চৌধুরী। দেশের ইতিহাসে তিনিই প্রথম নারী স্পিকার।

রাষ্ট্রপতির ছেড়ে আসা কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের উপ নির্বাচন হওয়ার কথা আগামী ৩ জুলাই। তার ছেলে রেজোয়ান আহম্মেদ তৌফিকই ওই আসনের একমাত্র প্রার্থী। স্পিকারের বিদায়ী সংর্বধনার সময় আবেগ আপ্লুত রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছিলেন, তিনি তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৪ নতুনদের হাতে ছেড়ে দিতে চান। এতে সবাই মনে করেছিল। সদ্য রাষ্ট্রপতি নবিনদের প্রতি নমনীয় দেখাচ্ছেন। আসলে তিনি কিশোরগঞ্জ-৪ তার ঘরেই রাখছেন এটা হয়তো আওয়ামীলীগ ছাড়া আর কেউ জানতেন না। এমনকি তার নির্বাচনী এলাকার লোকজনও জানতেন না।

 

 

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব শিপলু জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে উঠেছেন।”

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024