নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) প্রথম নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে লড়াই স্পষ্ট হয়ে উঠেছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে এ লড়াই প্রকাশ্য রূপ লাভ করে।
পর্যালোচনায় দেখা যায়, জিসিসি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র পদে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- ১৪ দলের অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বিএনপির অধ্যাপক এম এ মান্নান, জাতীয় পার্টির ব্রি. জে. (অব.) কাজী মাহমুদ হাসান, প্রজন্ম দলের মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেল সরকার, ইসলামী ফোরামের মাওলানা ফজলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট রীনা সুলতানা এবং আমান উল্লাহ।
সাধারণ ভোটাররা বলছেন, ৭ জন মেয়র প্রার্থীর মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই প্রার্থীর মধ্যে। আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান টঙ্গী পৌরসভার একাধিকবার নির্বাচিত মেয়র। বিএনপি’র প্রার্থী অধ্যাপক এম এ মান্নান সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর ওই দুই প্রার্থীর মধ্যে লড়াই স্পষ্ট হয়ে ওঠে। তবে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র আপিলে বৈধ হলে লড়াইয়ে ভিন্নমাত্রা যুক্ত হতে পারে।
Leave a Reply