বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১২

হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির নেতাদের বিবৃতি: ভোট নষ্ট করতে কামরানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে

হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির নেতাদের বিবৃতি: ভোট নষ্ট করতে কামরানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু ‍নিউজ: ভোট নষ্ট করতে সাবেক মেয়র ও বর্তান নির্বাচনে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ আহমদ কামরানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন বন্দরবাজারস্থ হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইছ আলী, সাধারণ সম্পাদক আহমদ আফজল সিরাজ এবং কোষাধ্যক্ষ নিয়াজ আহমদ বলেছেন- বদর উদ্দিন আহমদ কামরান হাসান মার্কেটের ব্যবসায়ীদের ১ কোটি ৮৭ লাখ আত্মসাত করেছেন বলে সংবাদপত্রে যে সংবাদ প্রকাশিত তা সম্পূর্ণ ভিত্তিহীন। বদর উদ্দিন আহমদ কামরানের জনপ্রিয়তা এবং ভোট নষ্ট করতে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে যিনি পত্রিকায় এ বিষয়ে বক্তব্য দিয়েছেন সেই আখতার হোসেন সুহেল সমিতির সাধারণ সম্পাদকও নন। তিনি কমিটির একজন সদস্য। একজন সদস্য হয়ে সাধারণ সম্পাদক সেজে বক্তব্য দিয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করেছেন। এছাড়া তিনি যে বক্তব্য দিয়েছেন তা একান্তই তার নিজস্ব বক্তব্য। আমরা ব্যবসায়ীরা স্পষ্টভাবে বলতে চাই- আমরা সিটি কর্পোরেশনে যে টাকা জমা দিয়েছি সেই টাকার রশিদ আমাদের কাছে আছে। সুতরাং এই টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। এ নিয়ে আমরা উদ্বিগ্নও নই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025