বিনোদন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শাহরুখ-দিপীকার `চেন্নাই এক্সপ্রেস`। বৃহস্পতিবার ছবিটির ট্রেইলার মুক্তি দেয়া হয়েছে। আর ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পাবে ৮ আগস্ট। এদিকে চেন্নাই এক্সপ্রেস ছবির জন্য সুখবর হলো যে এবারের ঈদে বলিউডে আর কোন বিগ বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না। এর আগে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই অ্যাগেইন ছবি মুক্তির কথা থাকলেও সেটার তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। আগেই জানা গেছে, তিন বছর পর এবারই ঈদে কোন ছবি মুক্তি পাচ্ছে না সালমান খানের।
কয়েকদিন আগে মুক্তি পেয়েছে দিপীকা অভিনীত ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’। মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির ঘরে পৌছে গেছে ছবিটির আয়। তাই দারুণ খোশমেজাজে থাকা দিপীকা বললেন, “এটা আমার সৌভাগ্য ছাড়া আর কিছু নয়।” চেন্নাই এক্সপ্রেস পরিচালনা করেছেন রোহিত শেঠি।
১৩ জুন চেন্নাই এক্সপ্রেস ছবির ট্রেইলার রিলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান এবং দিপীকা পাড়ুকোন। দিপীকা সম্পর্কে শাহরুখের মন্তব্য, “সম্প্রতি দু-তিনটি ভালো ছবি করেছে দিপীকা। ধীরে ধীরে অভিনেতা হয়ে উঠেছে সে।” দিপীকার বলিউড যাত্রা শুরু হয়েছিল শাহরুখ খানের সাথে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে। সে কথা স্মরণ করিয়ে শাহরুখ বললেন, “দিপীকার প্রথম ছবি ছিল আমার সাথে। তাই ওকে আমি ভালো করেই জানি। ওর সাথে কাজের অভিজ্ঞতাও দারুণ। স্ক্রিপ্টে যেমন থাকে তার ভেতরে ঢুকে যেতে পারে সে।
একটা ছবি তৈরী করা সহজ কাজ না। বেশ কঠিন। অনেকগুলো কিন্তু এবং যদি জড়িয়ে থাকে এর সাথে। তাই খারাপ কিছুর জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে। আর নির্মাতা অবশ্যই সম্মান পাওয়ার দাবীদার।”
Leave a Reply