শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৬

পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর বাতিল

পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর বাতিল

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: আগামী ২৫শে জুন কয়েক ঘণ্টার সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফরে আসছেন না। ২৫ জুন কয়েক ঘণ্টার সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল। ঢাকায় মার্কিন দূতাবাস জন কেরির পরিকল্পিত ঢাকা সফর বাতিলের তথ্যটি গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

তবে সফরটি কেন বাতিল করা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কর্মকর্তারা মন্তব্য করতে অপারগতা জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দিন-তারিখের হিসাবে জন কেরির ঢাকা সফরের পরপরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধার (জিএসপি) বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া কথা ছিল। বাংলাদেশের জিএসপি অব্যাহত রাখা না-রাখা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই পক্ষে-বিপক্ষে মত রয়েছে। বিশেষ করে, সাভারে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের জিএসপি বাতিলের দাবি জোরালো হচ্ছে। এমন পরিস্থিতি সফর বাতিলের অন্যতম প্রধান কারণ হতে পারে জিএসপি ইস্যুটি। হয়তো এরই ধারাবহিকতায় ঢাকা সফর বাতিল করা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024