শীর্ষবিন্দু নিউজ: সিলেটের বন্দর বাজার সংলগ্ন দুর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রিকশায় চড়ে শনিবার বেলা বারোটায় তার পছন্দের প্রার্থীদের ভোট দেন।
ভোট দেওয়ার পেরে সদা হাস্যোজ্বল অর্থমন্ত্রী মুহিত জানান, সিটি নির্বাচন অবাধ সুষ্ঠুভাবেই হচ্ছে। যারা এ নিয়ে বিরোধিতা করেন, তারা দেশের ভালো চান না। কাকে বোট দিলেন সাংবাদিকরা জানতে চাইলে মুহিত বলেন, মেয়র পদে কামরানের আনারস প্রতীকে, মহিলা কাউন্সিলর প্রার্থী দিবা রানীর বালতি প্রতীকে ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ছয়ফুল আমীনের হাতি প্রতীকে ভোট দিয়েছেন তিনি।
তাকে এসএমএস করে হত্যার হুমকি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এগুলো পাগল-ছাগলের কাজ। আর এসব ছাগলদের নিয়ন্ত্রণ করছে জামায়াত-শিবির। এ সময় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে অর্থমন্ত্রী প্রভাবিত করছেন বলে যে অভিযোগ তুলেছে বিএনপি- এমন অভিযোগকে টোটালি রাবিশ ও বোগাস’ বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
তিনি আরো বলেন, আচরণবিধি লঙ্ঘন হবে বলে তিনি এ পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে দেখা পর্যন্ত করেননি। এ সময় তিনি বলেন, অভূতপূর্ব শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আমার সময় জাতীয় নির্বাচনেও এতো শান্তিপূর্ণ ভোট দেখা যায়নি। বিএনপি যে অভিযোগ করেছে, সেটা টোটালি রাবিশ ও বোগাস। ভোট দিতেই সিলেট এসেছি। বিকেলের ফ্লাইটে ঢাকা ফিরে যাবো।
Leave a Reply