দুনিয়া জুড়ে ডেস্ক: বৃটিশ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকার প্রিন্স উইলিয়ামের পূর্ব পুরুষ ভারতীয় ছিলেন বলে এক ডিএনএ পরীক্ষায় জানা গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে গবেষকরা প্রমাণ করেছেন ডিউক অব ক্যামব্রিজের মায়ের পাঁচ পুরুষ পূর্বের বংশধর এলিজা রেওয়ার্ক হাফ ইনডিয়ান ছিলেন।
ডিএনএন অ্যানচেস্টি টেস্টিং কোম্পানি এক বিবৃতিতে বলেছে, আমাদের সমন্বিত করা সব নথিপত্রের ভিত্তিতে দেখা যাচ্ছে মায়ের দিক থেকে তার পূর্বপুরুষ ভারতীয় ছিলেন। এতে আরও বলা হয়েছে, প্রিন্স ইউলিয়াম ও প্রিন্স হ্যারি এলিজার ভারতীয় ডিএনএ ধারন করলেও সেটা তাদের সন্তানদের মধ্যে সঞ্চারিত হবে না। কারণ, মিটোচোন্ড্রিয়াল ডিএনএ নামের এ বিশেষ ডিএনএ কেবল মা থেকেই সন্তানের শরীরে পরিবাহিত হয়।
প্রিন্স উইলিয়াম এবং হ্যারির মা প্রিন্স ডায়ানার পূর্ব পুরুষ এলিজাকে এত দিন আর্মেনিয়ার বলেই মনে করা হতো। তবে ডায়ানার খালাসহ অন্যদের নতুন ডিএনএ পরীক্ষার মাধ্যমে এবার প্রমাণিত হয়েছে এলিজা হাফ ইনডিয়ান ছিলেন।
এলিজা প্রিন্স উইলিয়ামে প্রমাতামহ থেওডোর ফোর্বস (১৭৮৮-১৮২০) নামের স্কটিশ বণিকের গৃহকর্মীর কাজ করতেন। থেওডোর তখন ইস্ট ইনডিয়া কোম্পানিতে গুজরাটের বন্দরনগরী সুরাতে দায়িত্ব পালন করতেন। এলিজার ডিএনএন তার কন্যা এবং নাতনিদের মাধ্যমে সরাসরি প্রিন্সেস ডায়না পর্যন্ত পৌঁছেছে। ডায়ানার মাধ্যমে সেটা প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি পর্যন্ত পৌঁছেছে।