শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত শনিবার রাতে ব্রিটেনের ব্রামিংহামের একটি মসজিদে দুর্বৃত্তদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ চারজন ছুরিকাহত হয়েছেন। শহরের ওয়ার্ড এন্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে সেখানকার মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে।
পুলিশ হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে। সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করার সময় একজন পুলিশ কর্মকর্তাও ছুরিকাহত হয়েছেন। আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে, লন্ডনের মাসওয়েল হিল এলাকায় আল-রহমা ইসলামিক সেন্টার অ্যান্ড মসজিদে ও লন্ডনের একটি ইসলামি বোর্ডিং স্কুলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। উলউইচ এলাকায় দুই উগ্রবাদী মুসলিম সেনা সদস্য লি রাগবিকে হত্যা করার পর বৃটেনের বিভিন্ন জায়গায় ইসলামী স্থাপনায় সহিংসতার ঘটনা ঘটেছে। ইংলিশ ডিফেন্স লীগ (ইডিএল) এসব হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে, ব্রামিংহামের ওই মসজিদে হামলার সঙ্গে ইডিএলের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি পুলিশ। এর দায়ও স্বীকার করেনি উগ্রবাদী দল ইংলিশ ডিফেন্স লীগ।
Leave a Reply