বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০১১-১২ অর্থবছরে ৫৪৫ কোটি টাকা লোকসান দিয়েছে। আর এ লোকসানের জন্য বিমানের বেশিরভাগ পরিচালনা পর্ষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী সংস্থার চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদকে দায়ী করেছেন। বিমানের পরিচালনা পর্ষদের একজন সদস্য বলেন, ‘বিমানের বিপুলপরিমাণ অর্থ লোকসানের জন্য জামাল উদ্দিন আহমেদই দায়ী। এর সব দায়ভার তাকেই নিতে হবে। চেয়ারম্যান যেভাবে সবকিছু স্বৈরাচারী কায়দায় পরিচালনা করছেন তাতে আগামী অর্থবছরে বিমানের লোকসান এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।’ বিমানের লোকসানের বিষয়টি নিয়ে সবখানেই ব্যাপক গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। এ বিষয়ে কেউ কিছুই বলছেন না। বুধবার রাতে বিমানের পরিচালনা পর্ষদে লোকসানের বিষয়টি অনুমোদিত হয়। এরপরেও বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ থেকে শুরু করে পরিচালকরা বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন। এর আগের অর্থবছরে বিমান ৮০ কোটি টাকা লোকসান দিয়েছিল। তার আগে ১৯৯ কোটি টাকা লোকসান দিয়েছে। বিমানের লোকসানের বিষয়টি জনসম্মুখে প্রকাশ না করা প্রসঙ্গে একজন কর্মকর্তা বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি বছর আর্থিক বিষয়টি সংবাদ সম্মেলন করে জাতিকে জানানো উচিত। কিন্তু তারা তা না করে উল্টো গোপন করে রাখেন।’ তিনি বলেন, বিশ্বের বড় বড় সব এয়ারলাইন্স সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানের লাভ-লোকসানপ্রকাশ করে থাকেন। তারা যদি এটি করতে পারেন তাহলে বিমান কেন করবে না। অন্য আরেক কর্মকর্তা বলেন, লোকসান হয় বলেই বিষয়টি নিয়ে বিমান কর্তৃপক্ষ সব সময় গোপনীয়তা অবলম্বন করে থাকে।
Leave a Reply