শীর্ষবিন্দু নিউজ: উলফা নেতা অনুপ চেটিয়াকে দেওয়ার এক দিনের মধ্যে সাত খুনের আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার মধ্যরাতে যশোরের বেনাপোল স্থল বন্দরে এই আসামিকে হস্তান্তর করা হয় বলে বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ দেশের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিকে, আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে জুমার নামাজের পর হাজির করা হবে নারায়ণগঞ্জ আদালতে। এ উপলক্ষে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নূর হোসেনকে ফেরত পাঠাতে পশ্চিমবঙ্গের কারাগার থেকে বের করার খবর প্রকাশের পর গণমাধ্যমকর্মীরা ভিড় জমিয়ে ছিলেন বেনাপোলে। রাত সাড়ে ৯টার দিকে বিএসএফের কর্মকর্তা এস কে শুকলা ওসি অপূর্ব এবং ইউএনও সালামকে ডেকে নিয়ে কথা বলেন। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান জানিয়েছেন, নূর হোসেনকে প্রথমে ঢাকা আনা হবে। পরে নেওয়া হবে নারায়ণগঞ্জে।
কোন সাংবাদিকদের কথা বলার সুযোগ দেয়া হয়নি এ সময়। রাত ১১টা ৩৫ মিনিটে ওপারের পেট্রাপোল বন্দর থেকে নীল রঙের একটি মাইক্রোবাসে করে নূর হোসেনকে নিয়ে ফেরেন বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান এবং বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম।
বেনাপোলের ইমিগ্রেশনে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার অনিসুর রহমান, বিজিবি কর্মকর্তা মেজর লিয়াকত আলী, ইউএনও আব্দুস সালাম। সাত খুনের প্রধান আসামিকে নিতে মামলার তদন্ত কর্মকর্তা, নারায়ণগঞ্জ ডিবির পরিদর্শক মামুনুর রশীদও ছিলেন সেখানে।
এরপর রাত ১০টার দিকে পোর্ট থানার ওসি ও ইমিগ্রেশন ওসি নীল রঙের মাইক্রোবাসটিতে করে ভারতের পেট্রাপোল বন্দরের দিকে যান। ওপারেও তখন কয়েকটি গাড়ি দেখা যাচ্ছিল। রাত ১১টা ৩৫ মিনিটে গাড়িটি পেট্রাপোল থেকে বেনাপোল দিয়ে ফেরে। তবে কালো কাচের গাড়ির ভেতরে অবয়ব দেখা গেলেও স্পষ্ট করে নূর হোসেনকে বোঝা যায়নি। নূর হোসেনকে নিয়ে আসা গাড়িটি দ্রুত বেনাপোল হয়ে ভেতরে ঢুকে সড়ক ধরে বেরিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কর্মকর্তারাও দ্রুত অন্য গাড়িগুলো নিয়ে বেরিয়ে যান।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন সন্ধ্যায় সাংবাদিকদের জানান, তিনি বলেন, উচ্চ পর্যায়ের নির্দেশ পাওয়ার পর গ্রেপ্তারি পরোয়ানাসহ মামলার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখেছেন তারা। নূর হোসেনকে এনে এই জেলার আদালতে হাজির করানো হবে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জের আদালতেই কাউন্সিলর নজরুল, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে হত্যাকাণ্ডের মামলাটির বিচার চলছে, যাতে আসামি রয়েছেন র্যাবের তিন কর্মকর্তাও। ২০১৪ সালে হত্যাকাণ্ডের পর পালিয়ে ভারতে গিয়ে ধরা পড়েন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনেরই আরেক কাউন্সিলর নূর হোসেন। পশ্চিমবঙ্গের দমদম কারাগারে রাখা হয়েছিল তাকে।
বাংলাদেশে হত্যামামলার এই আসামিকে ফেরত পাঠাতে গত মাসে পশ্চিমবঙ্গের আদালতের অনুমতি মেলার পর তাকে ফেরানোর আলোচনা চলছিল। এই আলোচনা আরও জোর পায় বুধবার আসামের বিদ্রোহী নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর পর।