যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন বিক্রির তালিকায় অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোনকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এসেছে আইফোন। যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান কানটার ওয়ার্ল্ডপ্যানেল সম্প্রতি এ তথ্য জানিয়েছে। এক খবরে রয়টার্স জানিয়েছে, আইফোন ৫-এর বিক্রি বেড়ে যাওয়ায় স্যামসাংকে পেছনে ফেলেছে অ্যাপল। কানটার ওয়ার্ল্ডপ্যানেলের এক তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অ্যাপলের স্মার্টফোন বিক্রির শেয়ার আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। সে তুলনায় অ্যান্ড্রয়েডের বাজার কমেছে প্রায় ১৫ শতাংশ। এর আগে যুক্তরাষ্ট্র-ভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানাকর্ড জেনুইটির এক জরিপ অনুযায়ী, ২০১১ সালের অক্টোবর মাসে বাজারে আসা আইফোন ৪ এস চলতি বছরের বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাত্ মে মাস থেকে জুন মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে জনপ্রিয়তায় শীর্ষে ছিল। তবে আগস্ট মাসের স্মার্টফোন বিক্রির হিসাবে আইফোনকে পেছনে ফেলেছিল অ্যান্ড্রয়েড-নির্ভর স্যামসাং গ্যালাক্সি এস৩। অবশ্য আইফোন ৫ বিক্রির কারণে যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোনের শীর্ষে উঠলেও পুরো ইউরোপের বাজারে অ্যান্ড্রয়েডের চেয়ে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে আইফোন। ইউরোপে অ্যান্ড্রয়েডের দখলে বাজারের ৬৪ শতাংশ, যা এক বছর আগের তুলনায় ১৩ শতাংশ বেশি। ইউরোপে অ্যাপলের দখলে রয়েছে বাজারের ২১ শতাংশ।
Leave a Reply