প্রযুক্তি আকাশ ডেস্ক: ল্যাপটপ কেনার আগে দেখে নিন তার গুনগত দিনগুলো। যাতে আপনি যে কাজে ল্যাপটপ কিনেলেন সে কাজ যদি না হয় তাহলে পরে আফসোস করতে না হয়। পুরনো ল্যাপটপ কেনা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এরপর ও কিনলে তা ভালভাবে যাচায় বাছায় করে নিবেন। এছাড়া কেনার আগে কমপিউটার সংশ্লিষ্ট কোন অভিজ্ঞ বন্ধু বা আত্মীয় স্বজনের সহযোগিতা নিতে পারেন। আর আপনার বাজেটের সাথে মিল রেখে কেমন ল্যাপটপ পেতে পারেন এজন্য ২-১ দিন আগে থেকেই মার্কেট যাচাই বাছাই করে দেখুন। তারপর আপনার পছন্দের ল্যাপটপটি কিনতে পারেন।
যেমন ধরুন- গেম খেলা, ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজের জন্য উচ্চ গতি সম্পন্ন একটু হাই-কনফিগারেশনের ল্যাপটপ কেনাই বুদ্ধিমানের কাজ হবে। এজন্য ল্যাপটপ এর গ্রাফিক্স সক্ষমতা কেমন তা দেখে নেন। এছাড়া প্রসেসরের ক্লক স্পিড( 3.0 GHz) এবং কোন সিরিজের( Core i3,i5,i7 series) অনেক গুরুত্বপূর্ণ । এছাড়া কেনার সময় ল্যাপটপটির হার্ডডিস্ক, র্যাম কত তা দেখে নিবেন। গেম খেলা, ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজের জন্য কমপক্ষে 4GB DDR3 র্যাম নেবার চেষ্টা করবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার হচ্ছে, ল্যাপটপটিতে যে Graphics Memory থাকবে সেটা Shared Memory না কি Dedicated Memory- সেই দিকে খেয়াল রাখবেন। ল্যাপটপের অন্যতম একটি দিক একে সহজে বহন করা যায়। এ জন্য যে ল্যাপটপটি আপনি কিনছেন তার ওজন কেমন তা দেখে নিতে ভুলবেন না। সাধারণত বর্তমানে বাজারে যে ল্যাপটপ গুলো পাওয়া যাচ্ছে এ গুলোর ওজন ২.১৫ কেজি এর মধ্যেই পাবেন। এরপর ও যদি আরো হালকা ল্যাপটপ পছন্দ করেন এবং বাজেট যাদি ভাল থাকে তাহলে ম্যাকবুক নিয়ে নিতে পারেন। অথবা, স্বল্প বাজেটের মধ্যে নেটবুক,নোটবুক তো আছেই।
ল্যাপটপ কেনার সময় দেখে নিন, যে ব্রান্ডের পণ্যটি কিনছেন সেটার Warranty কত মাসের/ বছরের। এছাড়া USB port কতগুলো রয়েছে। এখনকার গুলোয় মূলত USB 3.0 port চলে এসেছে। অনেকগুলোতে USB port এর দুটো (USB-2.0 এবং USB-3.0) ভার্সন-ই সমর্থন করে থাকে। এছাড়া কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ড, চার্জার, ব্যাগ ইত্যাদি আনুসাঙ্গিক জিনিসপত্র যা আপনার ল্যাপটপের সঙ্গেই পাচ্ছেন তা বুঝে নিতে ভুলবেন না। এছাড়া সবসময় অনুমোদিত ডিলার, আমদানিকারক, বিশ্বস্ত মাধ্যম বা ব্যক্তির কাছ থেকে ল্যাপটপ কিনুন। আর খেয়াল রাখবেন তারা কতটা সময় এর ভিতরে বিক্রয়ত্তোর সেবা দিতে পারবে। কারন যে কোন সময় ল্যাপটপের সমস্যার কারনে আপনাকে বিক্রেতার নিকট যাওয়া লাগতে পারে। কারন আপনার এর মধ্যে জরুরী কাজ থেকে থাকলে বেশ ঝামেলার সম্মুখীন হতে পারেন।
Leave a Reply