বিনোদন ডেস্ক: শিগগিরই ঘড়ির বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘লংগিনেস’-এর বিজ্ঞাপনে দেখা যাবে সাবেক মিস ওয়ার্ল্ড এবং বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চনকে। এর আগেও একটি ব্র্যান্ডের ঘড়ির বিজ্ঞাপনে দেখা গেছে এই সুন্দরী অভিনেত্রীকে। সেখানে শাড়ি পড়ে পোজ দিয়েছিলেন এই ঐশ্বরিয়া। তবে এবার ওয়েস্টার্ন পোশাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিজ্ঞাপনে নিজেকে উপস্থাপন করেছেন ঐশ্বরিয়া। বিজ্ঞাপনটিকে ঐশ্বরিয়াকে একটি ঘোড়ার পাশে দেখা যাবে। তার হাতে থাকবে লংনেস ব্র্যান্ডের ক্লাসিক ঘড়ি। ঐশ্বরিয়ার আবেদনময়ী সৌন্দর্য এবং রাজকীয় ভিডিও ইফেক্ট এ দুই মিলে বিজ্ঞাপনটি দর্শক মাতাতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিজ্ঞাপনটিতে রাজকীয় এবং ক্লাসিক রূপ আনতে এখানে দেয়া হয়েছে সাদা-কালো ইফেক্ট।
গত বছর কন্যা সন্তান জন্ম দেয়ার পর ৩৯ বছর বয়সী এই বলিউড অভিনেত্রীর ওজন অনেকটাই বেড়ে গেছে। তিনি ওজন কমাতে চেষ্টা করছেন। তবে আগের মতো ফিট হতে তাকে আরও ওজন কমাতে হবে। বিজ্ঞাপনটিতে ঐশ্বরিয়ার শরীরের নিচের দিকের অংশ ক্রপ করা হয়েছে। যাতে সাবেক এই বিশ্ব সুন্দরীর বাড়তি ওজন দর্শকদের দৃষ্টিগোচর না হয়।
Leave a Reply