শীর্ষবিন্দু সিলেট নিউজ: সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট চালু ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের দাবিতে জনসভা ও রাস্তায় শোয়া কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা। বুধবার সকাল ১১টায় নগরীর ঐতিহাসকি কোর্ট পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
জনসভা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহছানুল হক তাহেরর সভাপতিত্বে নিয়মিত সদস্য মো. আলী আহসান হাবীবের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংস্থার সাধারণ সদস্য শাহেদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারন সদস্য এ.কে কামাল হোসেন। জনসভার কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত চলে। ১০ মিনিট শোয়া কর্মসূচীতে ধারাভাষ্য বিবরণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহছানুল হক তাহের। জনসভা ও শোয়া কর্মসূচীতে প্রবাসীপ্রেমী নগরীর সচেতন নাগরিকবৃন্দসহ সিলেট কল্যাণ সংস্থার সর্বস্তরের সদস্যবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
জনসভায় বক্তারা বলেন, প্রায় ১১ মাস কুয়াশার অজুহাতে সিলেট-লন্ডন-সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বন্ধ থাকার পর ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর লন্ডন হতে সিলেট পর্যন্ত সরাসরি বিমানের যাত্রা পূণরায় শুরু করা হয়। ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর লন্ডন হতে সিলেট সরাসরি বিমানের যাত্রার উদ্ধোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী আশ্বাস প্রদান করেন আগামী ৩ মাসের মধ্যে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও বিমানের ফুয়েলিং ব্যবস্থা করে সিলেট হতে লন্ডনের সরাসরি ফাইট চালু করা হবে।
বক্তারা বলেন, আজ প্রায় দীর্ঘ ৯ মাস অতিবাহিত হওয়ার পরও প্রবাসী অধ্যুষিত আধ্যাত্মিক রাজধানী বৃহত্তর সিলেটবাসীর প্রত্যাশা পূরণে সিলেট হতে লন্ডনের সরাসরি বিমান ফাইট চালু করা হয়নি। ২০১১ সালের ডিসেম্বর মাসে কুয়াশার অজুহাতে সিলেট-লন্ডন-সিলেট বিমান ফাইট বন্ধ হওয়ার পর পূণরায় চালুর দাবীতে সিলেট কল্যাণ সংস্থা অদ্যবধি ধারাবাহিকভাবে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, জনসভা, শোয়া কর্মসূচী, অবস্থান কর্মসূচী সহ নানামূখী দাবী উপস্থাপন করে আসছে।
বক্তারা আরও বলেন, তারপরও সংশ্লিষ্ট কর্তৃপরে মাধ্যমে আংশিক চালু করার পর পূর্ণাঙ্গ চালু করতে দীর্ঘ সময় অতিবাহিত করায় সিলেট কল্যাণ সংস্থা আবারও কর্মসূচী প্রদানে বাধ্য হয়েছে। বক্তারা জুন মাসের মধ্যে সিলেট হতে লন্ডনের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বন্ধ ফ্লাইট সরিসরি সিলেট হতে লন্ডন পুণরায় বিমান চালু না করলে আগামী ১লা জুলাই সোমবার সিলেট বিমান অফিস ঘেরাও করা হবে। পাশাপাশি ঘোষিত ১০০টি অবস্থান কর্মসূচীর অবশিষ্ট ৯৫টি অবস্থান কর্মসূচী ২রা জুলাই হতে ধারাবাহিকভাবে প্রতিদিন করার ঘোষণা প্রদান করা হয়।
সিলেট কল্যাণ সংস্থা আয়োজিত উক্ত কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. হাসান তালুকদার সোহেল, শাহ মো. আব্দুল মালিক, সাধারণ সদস্য মো. আজিজুর রহমান আজিজ, শাহেদ আহমদ, হ্যাপী বাংলাদেশ’র চেয়ারম্যান এম.এ. ছালেহ চৌধুরী, চেতনা সমাজ কল্যাণ সংস্থা’র সহ সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, দণি যুব ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. রফিকুল ইসলাম শিতাব, এস.ডি ফ্রেন্ডস কাব’র উপদেষ্টা শাহীনুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি মো. রেজাউল হক, সহ সভাপতি মো. সফি আলম, সাংগঠনিক সম্পাদক মো. সায়মানুল হক, রানিগঞ্জ মডেল সোসাইটি’র উপদেষ্টা মো. ইউসুফ আলী শিমুলসহ আরো অন্যান্যরা।