প্রযক্তি আকাশ ডেস্ক: ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং বাজারে আনবে আরও দ্রুতগতির গ্যালাক্সি এস৪। স্যামসাংয়ের সিইও জে.কে. শিন বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
দ্রুতগতির এ স্মার্টফোনটিতে থাকবে এলটিই অ্যাডভান্সড টেকনোলজি যা বর্তমানে প্রচলিত ফোরজি এলটিই-র তুলনায় দ্বিগুণ গতিতে ডেটা পাঠাতে পারবে। ডাউনলোডের গতিও বৃদ্ধি পাবে এর ফলে। উদাহরণ হিসেবে বলা যায়, স্মার্টফোনটি একটি সম্পূর্ণ সিনেমা ডাউনলোড করতে সময় নেবে মাত্র এক মিনিট।
তবে শিন জানিয়েছেন, স্মার্টফোনটি প্রথমে দক্ষিণ কোরিয়ার বাজারে ছাড়া হবে। পরবর্তীতে অন্যান্য দেশে ছাড়া হবে। এ নিয়ে বিভিন্ন দেশের বাজারজাতকারীদের সঙ্গে কথাবার্তাও চলছে বলে জানান তিনি। শিন আরও জানিয়েছেন, বর্তমান গ্যালাক্সি এস৪-এর চেয়ে এই নতুন ভার্সনটির দাম একটু বেশিই হবে। তবে সে বিষয়টির অনেকখানি নির্ভর করছে বাজারজাতকারীদের উপর।
Leave a Reply