শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আইআরজিসি’র শত শত ভূগর্ভস্থ টানেল নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে পূর্ণ রয়েছে। নিজেদের সর্বশক্তি দিয়ে কর্মসূচি চালিয়ে যাবে ইরান। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর এ বক্তব্য দিলেন আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড সালামি।
জেনারেল সালামি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের মূল খোতবার আগে সমবেত মুসল্লিদের উদ্দেশে দেয়া ভাষণে বলেন, বড় শক্তিগুলো যেসব হোমওয়ার্ক লিখে দেয় আমরা তা অনুসরণ করি না; আমরা বরং নিজেদের শক্তিমত্তার হোমওয়ার্ক নিজেরাই তৈরি করি।
যে জেনারেল সালামি আরো বলেন, ইরানসহ গোটা মুসলিম বিশ্বের স্বাধীনতা, সম্মান ও মর্যাদা রক্ষার লক্ষ্যে এদেশের শত শত টানেলভর্তি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। ইরানের প্রতিরক্ষা শিল্প এত বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যে, সেগুলো রাখার জন্য জায়গার সংকট দেখা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আইআরজিসি’র এ কমান্ডার বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়ন স্থগিত রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, যতদিন তোমরা ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাবে, যতদিন ইয়েমেনের জনগণকে তাদের ঘরবাড়ি চাপা দিয়ে হত্যা করা অব্যাহত রাখবে, যতদিন সিরিয়ার নাগরিকদের বাস্তুহারা করে যাবে, যতদিন পাকিস্তানি ঘর-বাড়ি ধ্বংস করার কাজ চালিয়ে যাবে এবং সর্বোপরি যতদিন তোমরা মুসলিম ভূখণ্ডগুলো জবরদখল করে রাখবে ততদিন আমরা আমাদের ক্ষেপণাস্ত্র শক্তির উন্নয়ন ঘটিয়ে যাবো।