শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:১৯

শুভ পরিনয়ে ক্রিকেটের রাজপুত্র তামিম

শুভ পরিনয়ে ক্রিকেটের রাজপুত্র তামিম

 

 

 

 

 

 

 

 

 

 

গ্যালারী থেকে: চোখ ধাঁধানো আলোকসজ্জা আর বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের বিয়ে। গত শনিবার অনুষ্ঠিত হলো  তামিম-আয়েশার বিয়ে। কনে তামিমের দীর্ঘ দিনের প্রেমিকা আয়েশা সিদ্দিকী। শুক্রবার তামিম-আয়েশার গায়ে হলুদ ও আকদ্ হয়।

বিয়ের অনুষ্ঠান হয়েছে চট্টগ্রাম ক্লাবের টেনিস কোর্টে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শেষে স্ত্রীকে নিয়ে কাজীর দেউরীর বাসায় ফেরেন তামিম। এ সময় পারিবারিক ঐতিহ্য অনুযায়ী নববধূকে বরণ করে নেন তামিমের মা নুসরাত ইকবাল। রাত ৯টার দিকে শুরু হওয়া বরযাত্রায় তামিমের সঙ্গে বন্ধু-বান্ধবরা ছাড়াও ৫০ জনের ব্যান্ড দল ছিল। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের শহরের গণ্যমান্য ব্যক্তিরা। ঢাকা থেকেও যান অনেকে। তামিমের স্ত্রী আয়েশা আগ্রাবাদের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন ও মমতাজ বেগমের কনিষ্ঠ কন্যা।

তামিমের বিয়ের অনুষ্ঠানে যোগ যোগ দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার আতহার আলী খান, তামিমের প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ অনেকেই ছিলেন অনুষ্ঠানে।

বিয়ের পর কাজীর দেউরির বিখ্যাত খান পরিবারের বসতি গড়তে যাচ্ছেন এ নবদম্পতি। তবে এখনো হানিমুনের কোনো পরিকল্পনা হয়নি বলে জানালেন মা নুসরাত ইকবাল। সাংবাদিকদের তিনি বলেন, কিছুদিনের মধ্যে জাতীয় দলের ক্রিকেট ক্যাম্প ও আন্তর্জাতিক ম্যাচ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তামিম। এ ব্যস্ততা শেষ হলে হানিমুনের পরিকল্পনা করা হবে। গত কয়েকদিন ধরে নগরবাসীর দৃষ্টি হাই-প্রোফাইল এ বিয়ের দিকে। দু’পরিবারের পক্ষ থেকে তাই চট্টগ্রামের বিশিষ্টজনদের জানানো হয়েছিল আমন্ত্রণ। অতিথির সংখ্যা প্রায় পাঁচ হাজার। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য মিনহাজুল আবেদীন নান্নু এবং তামিমের চট্টগ্রাম সতীর্থ ক্রিকেটারা।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024