বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:২৩

সিলেটে হোটেল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার

সিলেটে হোটেল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু সিলেট নিউজ: নগরীর জিন্দাবাজারের হোটেল শাহজাহান থেকে জমসেদ হোসেন চৌধুরী নামের এক বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১২টার পরে হোটেলের ২০৩ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। জমসেদ হোসেন চৌধুরী নামের ওই বিএনপি নেতা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ গ্রামের মৃত মৌলভী গোলাম গাউস চৌধুরীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট নগরীতে বসবাস করছেন।

জানা যায়, জমসেদ হোসেন চৌধুরী প্রায় তিন বছর ধরে হোটেল শাহজাহানে থাকতেন। তিনি জিন্দাবাজারস্থ জিন্দাপীর (রহ.) মাজারের সেক্রেটারি ও ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করছিলেন। হোটেল ব্যবস্থাপকের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার বিকেলেও জমসেদ চৌধুরীকে হোটেল থেকে বের হয়ে যেতে দেখা গেছে। রাতে হোটেলের লোকজন তাকে ডাকতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ ও তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হোটেলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমে জমসেদ চৌধুরীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। খবর পেয়ে সিআইডির একটি দলও ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024