অর্থনৈতিক রির্পোট: বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে সারবিশ্বে বিনিয়োগ প্রবৃদ্ধি কমলেও গত বছর বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ। এর ফলে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। বুধবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের বার্ষিক ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে’ এ তথ্য তুলে ধরা হয়।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় গত বছর সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ আগের বছরগুলোর তুলনায় কমেছে। একই বছর সারা পৃথিবীতে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে এক দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার, যা তার আগের বছরের তুলনায় ১৮ শতাংশ কম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে পাকিস্তান। ২০১২ সালে পাকিস্তান এফডিআই পেয়েছে ৮৪৭ মিলিয়ন ডলারের, যা আগের বছরের তুলনায় ৪৮০ মিলিয়ন ডলার কম। আর শ্রীলঙ্কায় গত বছর ৭৭৬ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ হয়েছে, যা আগের বছরের তুলনায় ২০৫ মিলিয়ন ডলার কম।
এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বিনিয়োগ বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১২ সালে বাংলাদেশ ১ হাজার ২৯২ দশমিক ৫৬ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার বেশি। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপ এফডিআই প্রবৃদ্ধি ধরে রেখেছে। গত বছর বাংলাদেশে মালয়েশিয়া, যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও হংকং থেকে সবচেয়ে বেশি সরাসরি বিনিয়োগ পেয়েছে। এর মধ্যে টেলিযোগাযোগ খাত ৩৭৪ দশমিক ৯৭ মিলিয়ন ডলার; টেক্সটাইল খাত ৩০৭ দশমিক ৪৮ মিলিয়ন ডলার; ব্যাংক খাত ১৩৬ দশমিক ৪৭ মিলিয়ন ডলার; বিদ্যুৎ, জ্বালানি ও পেট্রোলিয়াম খাত ১২৬ দশমিক ৬৩ মিলিয়ন ডলার এবং কৃষি খাত ৬০ দশমিক ৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে।
Leave a Reply