শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে আলোচিত-সমালোচিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মা ও সাবেক ফার্স্ট লেডি আনিসা মারা গেছেন। রবিবার দেশটির রাজধানী দামেস্কের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
১৯৫৭ সালে বাশার আল হাফিজকে বিয়ে করেন আনিসা। তাদের পাঁচ ছেলে-মেয়ে রয়েছেন, যাদের তিনজন বেঁচে আছেন। সিরিয়ার লাতাকিয়া অঞ্চলের ধনাঢ্য পরিবারে জন্ম নেওয়া আনিসাকে বিয়ের পর খুব কমই লোক সম্মুখে আসতে দেখা গেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। সাবেক ফার্স্ট লেডি আনিসা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের স্ত্রী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন আনিসা। ২০১২ সালের আগ পর্যন্ত চিকিৎসার জন্য বেশ কয়েকবার তাকে জামার্নিতেও যেতে হয়েছিল।