শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মহাকাশে নারীদের পা রাখার ৫০ বছর পূর্তি উপলক্ষে অভিনব আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)। সংবাদ মাধ্যমটি পৃথিবী থেকে ২৪০ মাইল দূরে স্থাপিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এক নভোচারীর সঙ্গে সরাসরি চ্যাট করবে। মহাকাশ থেকে সাক্ষাতকার দেবেন মার্কিন নারী নভোচারী কারেন নাইবার্গ। অনুষ্ঠানের উপস্থাপক বেকি অ্যান্ডারসন দর্শকের সেরা প্রশ্নটি তুলে ধরবেন নাইবার্গের কাছে।
২৮ জুন (শুক্রবার) গ্রিনিচমান সময় ১১টা ৪৫ মিনিটে শুরু হবে এ লাইভ চ্যাট। দর্শকরাও অংশ নিতে পারেন ওই চ্যাটে। এ জন্য আগ্রহীদের টুইটারে #CNNspacechat-এর মাধ্যমে বা সিএনএনের ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত সংবাদের নিচে কমেন্ট করতে হবে। ভাগ্যবান কোনো দর্শকের প্রশ্নের উত্তরও দিতে পারেন কারেন নাইবার্গ।
Leave a Reply