শীর্ষবিন্দ নিউজ ডেস্ক: গোপন মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসের নায়ক এডওয়ার্ড স্নোডেনের সামনে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনার সুযোগ রয়েছে। স্নোডেনকে সেজন্য রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করতে হবে। তিনি অনুরোধ করলেই, মস্কো সেটা বিবেচনা করবে। রাশিয়ার এক কর্মকর্তা গতকাল এ তথ্য দিয়েছেন।
রাশিয়ান প্রেসিডেন্সিয়াল হিউম্যান রাইটস কাউন্সিলের প্রধান মিখাইল ফেদোতোভ বলেছেন, স্নোডেন যদি সে ধরনের কোন অনুরোধ করেন, প্রেসিডেন্ট তা বিবেচনা করতে পারেন। তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি তিনি পররাষ্ট্র নীতি নয়, বরং মানবাধিকার রক্ষার দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। কোন ব্যক্তি যদি এ ধরনের গোপন কোন তথ্য প্রকাশ করেন যা লাখ লাখ মানুষের জন্য হুমকি, তবে অবশ্যই সে ব্যক্তি কোন না কোন দেশের রাজনৈতিক আশ্রয় পাওয়ার দাবিদার বলে মন্তব্য করেন ফেদোতোভ।
তিনি আরো বলেন, আমি মনে করি, স্নোডেনকে যদি রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়টি অনুমোদন করা হয়, সেটা সঠিক সিদ্ধান্ত হবে। এদিকে এর আগে ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয় স্নোডেনের আশ্রয় প্রার্থনার অনুরোধটি তাদের কাছে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে তড়িৎ কোন সিদ্ধান্ত নেয়া হবে না বলেও জানানো হয়েছে। ওদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত মঙ্গলবার বলেছেন, স্নোডেন যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থনার কোন আবেদন পাঠান, তাহলে তা অবশ্যই বিবেচনা করা হবে।
সূত্র: বার্তা সংস্থা আইএএনএস।
Leave a Reply