এডওয়ার্ড স্নোডেন কাহিনীর অবসান ঘটতে না ঘটতেই যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের তালিকায় যোগ হচ্ছে আরেক মার্কিনির নাম। ইরানের পরমাণু কর্মসূচিতে সাইবার হামলার কথা ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে সাবেক জেনারেল জেমস কার্টরাইটের বিরুদ্ধে। তার বিরুদ্ধে তদন্তও শুরু করেছে যু্ক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।
দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় কার্টরাইটকে জানিয়ে দিয়েছেন, তিনি তদন্তের আওতাধীন রয়েছেন। ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জয়েন্ট চিফস অব স্টাফের ভাইস চেয়ারম্যান ছিলেন জেনারেল কার্টরাইট। স্টুক্সনেট ভাইরাসের মাধ্যমে ২০১০ সালে ইরানের পরমাণু স্থাপনাকে সাময়িকভাবে অকার্যকর করে দিয়েছিল যুক্তরাষ্ট্র-এ তথ্য ফাঁসের সঙ্গে কার্টরাইটের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
Leave a Reply