শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৯

অধ্যাপক জামিলের সহযোগিতা নিয়ে পরিকল্পিত নগরী গড়তে চান আরিফ

অধ্যাপক জামিলের সহযোগিতা নিয়ে পরিকল্পিত নগরী গড়তে চান আরিফ

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: দেশ বরেণ্য প্রকৌশলী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সাথে দেখা করেছেন সদ্য জয়ী সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।  শুক্রবার এলজিইডি রেস্ট হাউসে তাদের মধ্যে সাক্ষাতের সময় সিলেট নগরীকে পরিকল্পিত নগরী হিসাবে গড়তে আরিফ সহযোগিতা চাইলেন অধ্যাপক জামিলের কাছে।

বৃহস্পতিবার সিলেটে আইইবি আয়োজিত এক সেমিনারে যোগ দিতে জামিলুর রেজা চৌধুরী সিলেটে আসলে মেয়র আরিফ তার সাথে দেখা করে এই সহযোগিতা চাইলেন। সিলেটের কৃতি সন্তান জামিলুর রেজা চৌধুরী এসময় সিলেটকে সাজাতে নয়া মেয়রের পাশে থাকার আশ্বাস দেন। জানা গেছে, আরিফুল হক চৌধুরী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে সিলেট সিটি কর্পোরেশন এর প্রকৌশল উপদেষ্টাসহ এই বিষয়ক কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দিয়েছেন।

মেয়র আরিফ বলেন, আধুনিক তথ্য-প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ নবীন-প্রবীণ প্রকৌশলীর সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে সিলেট মহানগরীর আগামীদিনের পরিকল্পনা গ্রহণ করতে চান তিনি। নগরবাসীকে প্রকৌশল সচেতনতার পাশাপাশি একটি বাসযোগ্য, ঝুকিমূক্ত পরিকল্পিত মহানগরী উপহার দেয়ার জন্য নিয়মিত মতবিনিময় সভা এবং সেমিনার আয়োজনসহ প্রকৌশলীদের সংগঠন আইইবির পরামর্শ নিয়মিত গ্রহণ করবেন বলে জামিলুর রেজাকে জানান। এছাড়াও মহানগরীর ড্রেন, খাল, ছড়া ব্যবস্থাপনা, পানি নিস্কাশন, ট্রাফিক সিস্টেম, গণপরিবহন চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে জামিলুর রেজার সাথে আলাপকালে সিলেটকে একটি মডেল মহানগরী হিসেবে গড়ে তোলতে জামিলুর রেজা চৌধুরীর সার্বিক সহযোগীতা আশা করেছেন মেয়র আরিফ। এ ব্যাপারে অধ্যাপক  জামিল ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানা যায়।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024