রানা প্লাজায় ১৭ পর উদ্ধার হওয়া যে গার্মেন্টকর্মী রেশমা নিয়ে সারা বিশ্বের মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছিল সেই রেশমা উদ্ধার কাহিনী নিয়ে বিস্ময়কর তথ্য প্রকাশ করেছে বৃটেনের ডেইলি মিরর।
রেশমা উদ্ধার অভিযানকে ‘মিথ্যা গুজব’ উল্লেখ করে এক অনুসন্ধান রিপোর্টে মিরর জানিয়েছে, রেশমার গত এপ্রিলে রানা প্লাজা ধসে পড়ার দিনই তিনি তার এক সহকর্মীর সঙ্গে ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসেন বলে ওই সহকর্মী দাবি করেছেন।
রেশমার বেঁচে যাওয়া এ সহকর্মী আরও বলেছেন, তিনি আর রেশমা একসঙ্গে তৃতীয়তলায় কাজ করতেন। তিনি বলেন, আমরা একসঙ্গে ধ্বংসস্তূপের ভিতরে পড়ে যাই। তবে দু’জনেই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হই। আমরা দু’দিন হাসপাতালে চিকিৎসা নিই। আর তখনই সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে ১৭তম দিনে ধ্বংসস্তূপ থেকে তাকে টিভিতে উদ্ধার করতে দেখি। উদ্ধারকর্মীরা বলেছেন, এটি অলৌকিক। আসলে এটি মিথ্যা, ধোঁকা।
Leave a Reply