মাছে মাছে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা পরিষদ মিলনায়তনে উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে এন এম জিয়াউল আলম বলেন, জলমহাল সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মৎসজীবীদের ভাগ্যোন্নয়ন ঘটিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। এজন্য দলমতের উর্ধ্বে থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাছের প্রজননকালে ডিমওয়ালা মা মাছ অহরণ বন্ধ করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে সরকার মৎস্য আইন কঠোর ভাবে বাস্থবায়নের পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য বিভাগীয় উপ-পরিচালক ড. নিত্যানন্দ দাস, প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক সুবোধ চন্দ্র সাহা, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী হারুন আর রশীদ মোল্লা, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা ড. এস এম আবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস।
এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ জুলাই মৎস্যজীবীদের মধ্যে আইডি কার্ড প্রদান ও ফরমালিনবিরোধী অভিযান, ৪ জুলাই সরকারের ৪ বছরে মৎস্য সেক্টরের সাফল্য ও এর ওপর নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শনী, ৫ জুলাই মোবাইল কোর্ট পরিচালনা ও মৎস্য আইনের উপর আলোচনা সভা, ৬ জুলাই গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময়, ৭ জুলাই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ৮ জুলাই মূল্যায়ন সভা, পোনা অবমুক্তি এবং সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট অফতাব চৌধুরী, লোকমান উদ্দিন চৌধুরী, কৃষি উদ্যোক্তা রোটারিয়ান এম, এ রহিম ও সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ৩ জন সফল মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করেন এবং সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় সামন থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়।
Leave a Reply