শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:২৭

বন্দি হলেন মিশরের প্রেসিডেন্ট মুরসি

বন্দি হলেন মিশরের প্রেসিডেন্ট মুরসি

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ মুরসি সেনাবাহিনীর হাতে বন্দি আছেন বলে জানিয়েছেন মুরসির সমর্থক গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের এক মুখপাত্র ও এক নিরাপত্তা কর্মকর্তা। মরসির ঘনিষ্ঠ সূত্রে প্রাপ্ত আর্ন্তজাতিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ পায়।

ব্রাদারহুডের মুখপাত্র আহমেদ আরেফ জানিয়েছেন, মুরসি ও এসাম এল-হাদ্দাদ (মুরসির জ্যেষ্ঠ সহকারী) উভয়কেই আটক করা হয়েছে, তবে তাদের কোথায় রাখা হয়েছে তা তিনি জানেন না। এ প্রসঙ্গে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের আটক করে সেনাবাহিনীর একটি গোয়েন্দা স্থাপনায় রাখা হয়েছে।

প্রসঙ্গত: মিশরের রাজনৈতিক সঙ্কট নিরসনে সেনাবাহিনীর বেঁধে দেয়া ৪৮ ঘন্টা সময় পার হওয়ার পর বুধবার ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। সংবিধান স্থগিত করে রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন স্থাপনার দখল নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থানরত মুরসিকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলে সেনারা। এরপর থেকে মুরসি কোথায় আছেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024