শীর্ষবিন্দু নিউজ: গত বুধবার থেকে থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি ফিশিং ট্রলার ডুবে তিন বাংলাদেশিসহ ১১ নাবিক নিখোঁজ রয়েছেন এখনো। ট্রলারের ১১ জন নাবিকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে থাই কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ট্রলারের বর্তমান মালিকের নাম জানা সম্ভব হয়নি এখনো।
জানা যায়, এমভি পাইলিন নামের থাইল্যান্ডের পতাকাবাহী ট্রলারটি চট্টগ্রাম বন্দরে আসছিল। একজন বাংলাদেশি মালিক সম্প্রতি ট্রলারটি কিনে নেন। থাইল্যান্ড থেকে রওনা হওয়ার পর গত ৩ জুলাই ফুকেট উপকূলে বৈরী আবহাওয়া ও প্রবল ঢেউয়ের কবলে পড়ে এমভি পাইলিন। থাইল্যান্ড থেকে রওনা হওয়ার পর গত ৩ জুলাই ফুকেট উপকূলে বৈরী আবহাওয়া ও প্রবল ঢেউয়ের কবলে পড়ে এমভি পাইলিন। তারপর থেকে ট্রলারের ১১ জন নাবিকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে থাই কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। এই ১১ জনের মধ্যে ট্রলারের ক্যাপ্টেন খাগড়াছড়ির বাসিন্দা ক্রিপায়ন চাকমাসহ তিনজন বাংলাদেশি রয়েছেন বলে জানা যায়। তবে বাকি দুই বাংলাদেশির নাম জানা সম্ভব হয়নি। ১৭ জন আরোহী নিয়ে ‘এমভি হোপ’ নামে একটি বাংলাদেশি জাহাজ বৃহস্পতিবার ভোরে ফুকেট উপকূলে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে কাত হয়ে যায়। ওই জাহাজের ছয় নাবিককে উদ্ধার করা গেলেও শুক্রবার দুপুর পর্যন্ত ১১ জনের কোনো খোঁজ মেলেনি বলে সর্বশেষ খবরে জানা যায়।
Leave a Reply