রাশিয়ার একটি ট্যাবলয়েড পত্রিকার মতে, ভাদিমির পুতিন হচ্ছেন রাশিয়ার সবচেয়ে উপযুক্ত ব্যাচেলর বা অবিবাহিত পুরুষ। তবে এবার তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নামতে হচ্ছে তার প্রায় অর্ধেক বয়সী সুযোগ্য প্রতিপক্ষ এডওয়ার্ড স্নোডেনের (৩১) বিপক্ষে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক কণ্ট্রাক্টর স্নোডেন হাজার হাজার গোপন গোয়েন্দা তথ্য ফাঁস করে সারা বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেখতেও মন্দ নন তিনি। ফলে বিয়ের প্রস্তাব আসতেই পারে। তবে যিনি তাকে এ প্রস্তাব পাঠিয়েছেন তার নামটা শুনলেই চমকে উঠবেন অনেকেই।
একটি টুইট-বার্তায় তাকে বিয়ের প্রস্তাবটি পাঠিয়েছেন বিশ্বে বহুল আলোচিত রাশিয়ার সুন্দরী নারী গোয়েন্দা অ্যানা চ্যাপম্যান (৩১)। তিনি লিখেছেন, স্নোডেন, তুমি আমাকে বিয়ে করবে?! চ্যাপম্যানকে নিয়ে নতুন কিছু বলার অবকাশ নেই। যুক্তরাষ্ট্রে গোয়েন্দাগিরি করতে গিয়ে রাশিয়ার যে ১০ জন ধরা পড়েছিলেন, তাদেরই একজন ছিলেন তিনি। ২০১০ সালে রাশিয়ার কাছে হস্তান্তর করা হয় তাকে। এদিকে স্নোডেন যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু থেকে বাঁচতে মস্কো বিমানবন্দরের ট্রানজিট অঞ্চলে অবস্থান করছেন। এরই মধ্যে স্নোডেন বেশ কয়েকটি দেশে আশ্রয় প্রার্থনাও করেছেন। আর সুন্দরী অ্যানা চ্যাপম্যানের বিয়ের প্রস্তাবে কি হবে স্নোডেনের উত্তর, সেটা জানতে মুখিয়ে আছেন সবাই।
Leave a Reply