রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৭

লন্ডনে হাসিনা-হেগ বৈঠক অনুষ্ঠিত

লন্ডনে হাসিনা-হেগ বৈঠক অনুষ্ঠিত

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য   নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বৃটেন সব সময় পাশে থাকবে বলেও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন। লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সেন্ট্রাল লন্ডনের অভিজাত এলাকা পার্কলেনের হিলটন হোটেলে বৈঠক করতে এসে উইলিয়াম হেগ এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী হেগ বলেন, উন্নয়ন সহযোগী দেশ হিসেবে বৃটেন সব সময় বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে। পারস্পরিক সংলাপের মাধ্যমে বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য গ্রহণযোগ্য একটি পথ বের হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উইলিয়াম হেগ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে শেখ হাসিনা সরকারের নানা সফলতার ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, রোহিঙ্গাদের মানবাধিকার ইস্যুর পাশাপাশি বৃটিশ বাংলাদেশীদের নানা সমস্যাদি নিয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, বাংলাদেশের রাজনীতিকে পার্লামেন্ট কেন্দ্রিক করার চেষ্টা ও ওয়েস্ট মিনিস্টারের মতো সংসদীয় গণতন্ত্র চর্চার কথা উইলিয়াম হেগকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃটেনের মতো সিস্টেম চালু করে নির্দিষ্ট মেয়াদের পর সরকার পরিবর্তনে ইচ্ছার কথাও বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি গণতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ ও অসম্মানজনক, এটি সবাইকে বুঝতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে বাংলাদেশের ইতিহাসে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচন কমিশনই পারে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীকে জানান, সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনসহ বর্তমান সরকারের অধীনে প্রায় ৬ হাজার সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০ মিনিটব্যাপী এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতার জন্য বৃটেন সরকারকে ধন্যবাদ জানান।

উইলিয়াম হেগ জলবায়ু পরিবর্তন ইস্যু ও কাউন্টার টেরোরিজম বিষয়ে ভূমিকার জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। এ বিষয়ে বৃটিশ সরকার বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে বলেও জানান। তিনি রানা প্লাজা দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, গার্মেন্ট শিল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই এ শিল্পে কর্মরতদের নিরাপদ কর্মক্ষেত্র সৃষ্টি ও এ শিল্পের বিভিন্ন ঘাটতি পূরণ করতে হবে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ জিয়াউদ্দিন আহমদ, লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস ও প্রধানমন্ত্রীর প্রেস  সেক্রেটারি আবুল কালাম আজাদ আর বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে ছিলেন মিনিস্টার অব স্টেট ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট শেখ হাসিনার লন্ডন সফরের প্রতিবাদে ও তত্ত্বাবধায়ক সরকারে দাবিতে পার্ক লেনের হিলটন হোটেলের সামনে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন করেছে। পাশাপাশি যুক্তরাজ্য আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও ছিল সরব। এক পর্যায়ে দু’দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025