শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৪

পাকিস্তানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পুনর্বহাল করলো নওয়াজ সরকার

পাকিস্তানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পুনর্বহাল করলো নওয়াজ সরকার

/ ১৩৫
প্রকাশ কাল: শনিবার, ৬ জুলাই, ২০১৩

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নবগঠিত নওয়াজ সরকার অপরাধ ও জঙ্গিবাদ দমনে দৃঢ়প্রতিজ্ঞ। সন্ত্রাসবাদ শক্ত হাতে মোকাবিলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রোহিত করে আগে যে নিষেধাজ্ঞাটি আগে জারি করা হয়েছিল, সেটি প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার। অবশ্য এ ধরনের সিদ্ধান্তকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘মর্মপীড়াদায়ক ও পশ্চাদমুখী’ বলে মন্তব্য করেছে।

২০০৮ সালে পাকিস্তানের পূর্ববর্তী সরকার মৃত্যুদণ্ড রোহিত করে একটি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। গত ৩০শে জুন সে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়। নিষেধাজ্ঞাটি বহাল রাখার কোন পরিকল্পনা নেই বর্তমান সরকারের বলে মন্তব্য করেন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওমর হামিদ খান।

এদিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড রোহিত করার পর তা পুনর্বহালের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেটি বেশ বিরল। এরই মধ্যে বিশ্বের ১৫০টি দেশ থেকে মৃত্যুদণ্ডের শাস্তি লোপ করা হয়েছে কিংবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2024